ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘সরকারের হঠকারি সিদ্ধান্তে জনদুর্ভোগ চরমে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
‘সরকারের হঠকারি সিদ্ধান্তে জনদুর্ভোগ চরমে’

ঢাকা: মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞার সরকারের হঠকারি সিদ্ধান্তে জনদুর্ভোগ চরমে উঠেছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতারা।

এ সময় বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে করতে সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তারা।


 
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তোপখানা রোডে অবস্থিত বাম মোর্চার কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু সংগ্রাম পরিষদ নেতাদের
সঙ্গে মতবিনিময়কালে তারা এ আহ্বান জানান।
 
বাম মোর্চার নেতারা বলেন, ১৫ লাখ ড্রাইভার ও তাদের সঙ্গে যুক্ত অর্ধকোটি মানুষের জীবিকার কথা চিন্তা না করে মহাসড়কে তিন চাকার যান বন্ধের সিদ্ধান্ত হঠকারি ও অগণতান্ত্রিক। এর ফলে লাখ লাখ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। মহাসড়কের পাশে বিকল্প লেন করার আগে প্রয়োজন তিন চাকার যানের জন্য সড়কে মার্কিংয়ের ব্যবস্থা করা।
 
সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে তিন চাকার যানবাহনকে দায়ী না করে অবৈধ লাইসেন্স, প্রশিক্ষণবিহীন চালকসহ সমগ্র পরিবহন ব্যবস্থার নৈরাজ্যকে বিবেচনায় নিয়ে ব্যবস্থা নিন।
 
বাম মোর্চার সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বাম মোর্চার কেন্দ্রীয় নেতা মোশরেফা মিশু, মোশাররফ হোসেন নান্নু, অ্যাডভোকেট আব্দুস সালাম, ফখরুদ্দীন কবীর আতিক, মহিনউদ্দিন চৌধুরী লিটন, আকবর খান, শহীদুল ইসলাম সবুজ এবং অটোরিকশা-অটোটেম্পু সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম ফারুক, কেন্দ্রীয় নেতা ফারুক চৌধুরী, মজিবর রহমান, জহিরুল ইসলাম, মো. সুজন প্রমুখ।
 
এ সময় তারা সংগ্রাম পরিষদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এসইউজে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।