ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

শিশু রাকিবের পরিবারের সঙ্গে দেখা করবেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
শিশু রাকিবের পরিবারের সঙ্গে দেখা করবেন খালেদা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: দ্রুত সময়ের মধ্যে নির্যাতনে নিহত শিশু রাকিবের পরিবারের সঙ্গে দেখা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মহানগর বিএনপির পক্ষ থেকে নিহত রাকিবের পরিবারকে একটি রিকশা দিয়ে রাকিবের মা লাকি বেগমকে এ কথা জানান খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।



এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিনিয়ত রাকিব হত্যা মামলার ও পরিবারের খোঁজখবর নিচ্ছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে শিশু রাকিবের পরিবারের সঙ্গে দেখা করতে আসবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা সাহারুজ্জান মোর্তজা, জাফরুল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম মেঝভাই, আব্দুল জলিল খান কালাম, ফখরুল আলম, রেহানা ঈসা, শাহজালাল বাবলু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, শের আলম সান্টু, আজিজুল হাসান দুলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।