ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘নাস্তিক’দের বিচার দাবিতে খেলাফতের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
‘নাস্তিক’দের বিচার দাবিতে খেলাফতের মিছিল-সমাবেশ ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘নাস্তিক’দের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন ও তাদের বিচার দাবিতে রাজধানীতে সমাবেশ ও ‘গণমিছিল’ করেছে খেলাফতে ইসলামী বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে বায়তুল মোকারমের উত্তর গেটে সমাবেশ এবং পল্টন, প্রেসক্লাব ও হাইকোর্ট প্রাঙ্গণ এলাকায় গণমিছিল করে দলটি।

সমাবেশ ও গণমিছিলে উপস্থিত ছিলেন খেলাফতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসনাত আমিনী।

বিকেল ৪টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের পর ৬টার দিকে গণমিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড়, প্রেসক্লাবের সম্মুখ ঘুরে হাইকোর্ট প্রাঙ্গণ হয়ে আবার বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে শেষ হয়।

মিছিলে স্লোগানে স্লোগানে ‘নাস্তিক‘ আখ্যা দিয়ে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর ফাঁসি দাবি করা হয়। এছাড়া, ‘নাস্তিক’দের উদ্দেশে জুতা প্রদর্শনও করা হয় মিছিলে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এফবি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।