ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সেলিম ভূঁইয়ার মুক্তি পেতে বাধা নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
সেলিম ভূঁইয়ার মুক্তি পেতে বাধা নেই অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

ঢাকা: বিএনপিপন্থি শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে তিন মামলায় হাইকোর্টের দেওয়া  জামিন বহাল রেখেছন আপিল বিভাগ। ফলে তার মুক্তি পেতে কোন বাধা নেই।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগ তার জামিন বহাল রেখে এ আদেশ দেন।

আদালতে সেলিম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিলুরুজ্জামান ।

আইনজীবী লিওন জানান, তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার মুক্তি পেতে কোনো বাধা নেই।

গত ২২ জুলাই যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর ঘটনায় পুলিশের দায়ের করা তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পান সেলিম ভূঁইয়া।

হাইকোর্টের ওই জামিনাদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। এ আবেদনের শুনানি শেষে জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

হরতাল অবরোধের সময় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গত ২৪ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে তিনটি মামলায় দায়ের করা হয়। এরপর ২৫ জানুয়ারি তিনি গ্রেফতার হন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘন্টা, আগস্ট ১৩, ২০১৫
এজেডকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।