ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না শেখ ফজলুল করিম সেলিম

গোপালগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সংবিধান বাইরে কোনো নির্বাচন হবে না এবং শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।
 
বৃহস্পতিবার (১৩ ঘণ্টা) বিকেলে গোপীনাথপুর পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক শোকসভা তিনি এ কথা বলেন।



তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচন বাতিল করতে খালেদা জিয়া পেট্রোল বোমা মেরে দুইশ’র বেশি মানুষ হত্যা করেছিল। এখন বলে নির্বাচন চাই। নির্বাচন হবে ২০১৯ সালে।

গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরীফ আকিমুল হক ঝন্টুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, ইউনিয়নের চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্ছু, ফারুক শরীফ প্রমুখ।
 
এর আগে তিনি বোয়ালিয়ায় ফারজানাস টিউটোরিয়াল নামে একটি স্কুলের উদ্বোধন করেন।
 
পরে তিনি জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর কালী মন্দির প্রাঙ্গণে গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

এর ফলে ৫ কিলোমিটার এলাকায় ২৩৩টি পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে। গোপালগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী হারুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান সুপারুল আলম, এনায়েতহোসেন ইনু, জাহাঙ্গীর আলম, মজিবুর রহমান প্রমুখ।

এসব অনুষ্ঠানে শেখ সেলিমের ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম তার সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।