ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গোপন বৈঠকের সময়

সিলেটে জামায়াতের আমির জুবায়েরসহ আটক ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
সিলেটে জামায়াতের আমির জুবায়েরসহ আটক ১০

সিলেট: সিলেটে গোপন বৈঠককালে মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরীর সবুজবাগ একটি মসজিদ থেকে বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

 

আটককৃত অন্যরা হলেন- জামায়াত নেতা আবদুস সবুর, আহমদ আল মাসুদ, মীর হোসেন, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন জামিল, মাহমুদ আহমদ, মুর্শেদ আলম, আব্দুল্লা আল মুমিন ও আহমদ হোসেন।

সিলেট মহানগরীর শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এশার নামাজের পর থেকে জামায়াত নেতারা ওই মসজিদে গোপন বৈঠকে মিলিত হচ্ছেন এমন খবরে পুলিশ মসজিদের আশপাশের এলাকায় অবস্থান নেয়। বৈঠক শেষ করে বেরিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা সকলে মহানগর জামায়াতের নেতা বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ঘণ্টা ০১৫৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।