ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ভুয়া জন্মদিন পালন প্রতিহত করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
ভুয়া জন্মদিন পালন প্রতিহত করা হবে ছবি: রাজিব/বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় শোক দিবসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করলে তা প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে কয়েকটি সংগঠন।
 
শুক্রবার সকালে (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন থেক এ ঘোষণা দেন সংগঠনগুলোর নেতারা।


 
সহযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামী প্রচার ও প্রকাশনা লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।
 
বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এ দিনে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছিল ঘাতকরা। জাতির এ শোকের দিনে খালেদা জিয়া ভ‍ুয়া জন্মদিন পালন করে জাতির জনককে অসম্মান করছেন। এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না।
 
খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন প্রতিহত করে একই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযথভাবে পালন করার ঘোষণাও দেন বক্তারা।
 
মানববন্ধনে সহযোদ্ধা মুক্তিযোদ্ধা কমিটি’র সাধারণ সম্পাদক হামিদুল আলম সখা, মুক্তিয‍ুদ্ধ প্রচার ও প্রকাশনা লীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
আরইউ/এজেডকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।