ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ব্যানার টাঙাতে গিয়ে আ’লীগ কর্মী বিদ্যুৎস্পৃষ্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
রাজশাহীতে ব্যানার টাঙাতে গিয়ে আ’লীগ কর্মী বিদ্যুৎস্পৃষ্ট

রাজশাহী: ব্যানার টাঙাতে গিয়ে রাজশাহী মহানগরের তালাইমারী এলাকায় আবদুর রশিদ (২৮) নামে এক আওয়ামী লীগকর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বিদ্যুতের খুঁটিতে উঠে ব্যানার টাঙানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

পরে খুঁটি থেকে ছিটকে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত লাগে তার।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আহত আবদুর রশিদের বাড়ি তালাইমারী এলাকাতেই। তিনি মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

এদিকে, দুর্ঘটানার খবর পেয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও মুক্তিযোদ্ধা নওশের আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তাকে হাসপাতালে দেখতে যান।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।