ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

লীগ-লীগকারীরা বঙ্গবন্ধুর অনুসারী নন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
লীগ-লীগকারীরা বঙ্গবন্ধুর অনুসারী নন ড. কামাল হোসেন

ঢাকা: যারা লীগ-লীগ করেন, লীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করেন তারা বঙ্গবন্ধুর অনুসারী নন বলে দাবি করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
 
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।


 
ড. কামাল বলেন, মুখে লীগ-লীগকারী, বাস্তবে চাঁদাবাজ ও টেন্ডারবাজ। এদের ১৬ ভাগই বঙ্গবন্ধুর আর্দশের অনুসারী নন। তারা শতভাগ দেশ ও বঙ্গবন্ধুর আর্দশবিরোধী।

বঙ্গবন্ধু যদি জাতির পিতা হন তাহলে আমরা যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি। যোগ্য উত্তরসূরি হিসেবে বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে যোগ্য সন্তানদের এগিয়ে আসার আহ্বান জানান ড. কামাল হোসেন।
 
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা আহসান মন্টু, ঢাকসু’র সাবেক ভিপি ও আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মো. মনসুর আহমেদ, ফরওয়ার্ড পাটির আহ্বায়ক অ্যাডভোকেট আলতাফ হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এজেডকে/ আরইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।