ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ নিলো ছাত্রলীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ নিলো ছাত্রলীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ার শপথ নিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

শনিবার (১৫ আগস্ট) রাত ১২টা ১ মিনিটে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ওই শপথ পাঠ করান সভাপতি ইসতিয়াক আহমেদ জয়।



জাতির জনকের ৪০তম শাহাদত বার্ষিকীতে ৪০টি মোমবাতি প্রজ্জ্বলন করে বঙ্গবন্ধুর পরিবারের নিহত সব সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে দলটি। শপথ নেওয়ার পর বঙ্গবন্ধুর স্মৃতিচারণও করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
এ সময় বঙ্গবন্ধুর খুনিদের অমানুষ আখ্যা দিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ জয় অচিরেই বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ‍ফাঁসি কার্যকর করারও আহ্বান জানান।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ বলেন, যে মানুষটি আমাদের একটি স্বাধীন ও স্বার্বভৌম দেশ দিয়েছেন। সে মানুষকেই নির্মমভাবে সপরিবারে খুন করলো হায়েনার দল। তাই বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি নিশ্চিত করতে না পারলে বাংলাদেশি হিসেবে কখনও মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়ানো সম্ভব হবে না।

১৫ আগস্টের প্রথম প্রহরের ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, শহর ছাত্রলীগের সভাপতি মোর্শেদ হোসাইন তানিম ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ওয়াহিদুর রহমান রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।