ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

পৃথিবীর যেখানেই থাকুক বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
পৃথিবীর যেখানেই থাকুক বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম

ঢাকা: পৃথিবীর যেখানেই থাকুক বঙ্গবন্ধুর খুনিরা, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধুর খুনিরা পৃথিবীর যে দেশেই থাকুক দেশে ফিরিয়ে এসে বিচার করা হবে। রায় কার্যকর করা হবে। এ নিয়ে আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে, প্রচেষ্টা অব্যাহত থাকবে।

১৫ আগস্ট ইতিহাসের কালো দিন, কলঙ্কের দিন এ কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে যেন এ রকম কিছু আর না ঘটে।

দেশের অগ্রগতি তুলে ধরে আশরাফ বলেন, দেশ উন্নতির দিকে যাচ্ছে। যাবে। এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। দল-মত মিলেমিশে কাজে নামতে হবে।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।