ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর এলাকায় জাতীয় শোক দিবসের কর্মসূচিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সবুজ (২৪) নামে এক যুবলীগ কর্মী নিহত ও ৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।



কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক যুবলীগ কর্মী খুন হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

নিহত সবুজ সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া এলাকার মোবারকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে শহরে শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর বাসস্ট্যান্ডের কাছে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে সমাবেশ করে।

সমাবেশ শেষে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের নেতাকর্মীরা জাহাঙ্গীর হোটেলের কাছে অবস্থান নেয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজের নেতৃত্বে একটি দল সেখানে পৌঁছায়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সময় ২-৩ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। একপর্যায়ে ছুরিকাঘাতে শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের গ্রুপের কর্মী সবুজ, বিদ্যুৎ (৩৮) ও আজমল হোসেন (২৮) গুরুতর আহত হয়। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয়  সবুজের।

আহত অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম বলেন, হত্যাকারী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

এদিকে, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ বাংলানিউজকে জানান, নিহত সবুজ যুবলীগের কর্মী।

তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলীর দাবি, সবুজ তাদের দলের কর্মী নয়।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫/আপডেট: ১৭১৯ ঘণ্টা
এসআই/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।