ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গববন্ধুর খুনিদের ফেরত আনার প্রক্রিয়া চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
বঙ্গববন্ধুর খুনিদের ফেরত আনার প্রক্রিয়া চলছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল / ফাইল ফটো

গোপালগঞ্জ: বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।



বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি।

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, জাতির পিতার খুনিরা কে কোথায় পালিয়ে আছেন তা নিশ্চিত হওয়া গেছে। তারা যেসব দেশে পালিয়ে আছেন তারা গণতন্ত্র ও মানবতার কথা বলে। কিন্তু তাদের মধ্যে গণতন্ত্র ও মানবতা নেই।

তিনি বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর খুনিরা মিথ্যা অজুহাতে বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে পলাতক রয়েছেন। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, নারী-শিশুদেরও হত্যা করেছে। ওইসব দেশের উচিত খুনিদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা।

শেখ সেলিম আরো বলেন, যদি তারা খুনিদের হস্তান্তর না করে তাহলে একদিন প্রমাণিত হবে যে আন্তর্জাতিক শক্তিও বঙ্গবন্ধুকে হত্যার ঘটনায় জড়িত ছিল।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।