ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতাবিরোধীদের উৎসাহ দিচ্ছেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
স্বাধীনতাবিরোধীদের উৎসাহ দিচ্ছেন খালেদা ছবি: শাকিল/বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যে জন্মদিন পালন করে স্বাধীনতাবিরোধীদের উৎসাহ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোববার (১৬ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শোক দিবসের এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।



বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এদেশের মানুষ মনে প্রাণে বঙ্গবন্ধুকে স্মরণ করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশসহ বিশ্বের স্বাধীনতাকামী মানুষের নেতা হিসেবে বঙ্গবন্ধুকে স্মরণ করা হবে। এই মহান নেতার নির্মম হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়া জন্মদিন পালন করে স্বাধীনতাবিরোধী ও খুনিদের উৎসাহ দিচ্ছেন।

নির্বাচনের বিষয়ে মন্ত্রী বলেন, আগামী ২০১৯ সালে নির্বাচন হবে। খালেদা জিয়া ও তার দল বিএনপি সেই নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করবে তারা গণতন্ত্রে বিশ্বাসী।

আয়োজক সংগঠনটির সভাপতি ফাতেমা জলিল সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, শাহে আলম মুরাদ, হেদায়েতুল ইসলাম, আমিনুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এসইউজে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।