ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

আরও পাঁচদিনের রিমান্ডে ছাত্রদল সভাপতি রাজীব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আরও পাঁচদিনের রিমান্ডে ছাত্রদল সভাপতি রাজীব মডেল: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর শাহবাগ থানায় দায়েরকৃত তিন মামলায় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বর্তমানে পল্টন থানার আট মামলায় ১৬ দিনের রিমান্ডে আছেন রাজীব।

রোববার (১৬ আগস্ট) তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে তিন মামলায় ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় শাহবাগ থানা পুলিশ। শুনানি শেষে দুই মামলায় দুইদিন করে ও এক মামলায় একদিনসহ মোট পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত।

গত ১৯ জুলাই রাতে পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী ফেরিঘাট থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মাইক্রোবাসসহ রাজীব ও তার চার সঙ্গীকে গ্রেফতার করা হয়।

রাজীবের বিরুদ্ধে পল্টন থানায় ১৭টি, মতিঝিল থানায় পাঁচটি ও শাহবাগ থানায় ২৩টিসহ মোট ৪৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পরে এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

গত ১২ আগস্ট পল্টন থানার আট মামলায় রাজীবের ১০ দিন করে মোট ৮০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত সিএমএম আলী মাসুদ শেখ প্রত্যেক মামলায় ২ দিন করে মোট ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করলে বর্তমানে রিমান্ডে আছেন ছাত্রদল সভাপতি।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।