ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল সভাপতিকে আবারও রিমান্ডে নেওয়ায় নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
ছাত্রদল সভাপতিকে আবারও রিমান্ডে নেওয়ায় নিন্দা

ঢাকা: ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে ‘মিথ্যা মামলায়’ আবারও ৫ দিনের রিমান্ড দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

রোববার (১৬ আগস্ট) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা জানান।


 
নেতারা বলেন, মিথ্যা, বানোয়াট মামলায় দেশের জনপ্রিয় ছাত্র সংগঠন ছাত্রদলের সভাপতিকে প্রথমে ৮ দিনের রিমান্ড তারপর ১৬ দিনের রিমান্ড এবং সর্বশেষ ৩ মামলায় আবারও ৫ দিনের রিমান্ড দেওয়ায় দেশের ছাত্র সমাজ স্তম্ভিত।

তারা বলেন, যেখানে তাকে আটক করাটাই প্রশ্নবিদ্ধ, সেখানে তাকে জিজ্ঞাসাবাদের নামে একের পর এক  রিমান্ডে নেওয়াটা হাস্যকর ও প্রহসন ছাড়া কিছুই নয়।
 
অবিলম্বে ছাত্রদল সভাপতির নিঃশর্ত মুক্তি দাবি করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।