ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

হারিছসহ পলাতক ১০ আসামি

কিবরিয়া হত্যার বিচার ১৩৫ কার্যদিবসে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
কিবরিয়া হত্যার বিচার ১৩৫ কার্যদিবসে! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর দিন আগামী ২১ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১টা ৫৫ মিনিটে ৩২ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন শেষে এ দিন ধার্য করেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান ।



৩২ আসামির মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন মাত্র ১৪ জন। ৮ জন জামিনে আছেন এবং হারিস চৌধুরীসহ বাকি ১০ জন পলাতক রয়েছেন।

চার্জ গঠনকালে রোববার সকালে সিলেট কারাগার থেকে ১৪ আসামিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নান, হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছ, সৈয়দ আবু নাইম আহমেদ নিপু, রিপন, মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট, শরীফ শাহেদুল আলম বিপুল, বদরুল আলম মিজান, মিজানুর রহমান মিজান ওরফে মিটু, মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দাল, মাওলানা শেখ ফরিদ, মাওলানা আব্দুস সালাম ও মহিবুল্লাহ অভি।

জামিনে থাকা অপর ৮ আসামিও চার্জগঠনের সময় আদালতে হাজির ছিলেন। তারা হলেন, এ কে এম আব্দুল কাইয়ুম, মো. জমির আলী, জয়নাল আবেদীন, সাহেদ আলী, আয়েত আলী, সেলিম মিয়া, জয়নাল ওরফে মুমিন ও জালাল উদ্দিন।

মামলায় পলাতক রয়েছেন, হারিছ চৌধুরী, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, হাফেজ মাওলানা ইয়াহ ইয়া, মো. কাজল মিয়া, আব্দুল জলিল, মো. আলী, বজলুল ওরফে বজলুর, আলহাজ মাওলানা তাজ উদ্দিন, মুহিবুর রহমান।

রোববার ছিলো এ হত্যা মামলার চার্জ গঠন শুনানির জন্য নির্ধারিত দশম দিন। এর আগে ৯টি ধার্য দিনেও শুনানি শুরু করা যায়ান। ধার্য ওই ৯ তারিখের কোনোটিতে আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির করা হয়নি। যে কারণে বার বার পিছিয়ে পড়ে চার্জগঠন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) মিসবাহ উদ্দিন সিরাজ, হবিগঞ্জের জেলা দায়রা জজ আদালতের পিপি আকবর হোসেইন জিতু, দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর প্রমুখ।

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. লালা, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল হক, অ্যাডভোকেট আশিক আহমদ, অ্যাডভোকেট নোমান মাহমুদ, অ্যাডভোকেট আ. গাফফার, অ্যাডভোকেট এমদুল্ল্যাহ শহিদুল ইসলাম শাহিনসহ প্রায় অর্ধশত আইনজীবী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, চাঞ্চল্যকর কিবরিয়া হত্যা মামলার বিচার ১৩৫ কার্যদিবসের মধ্যে সম্পন্নের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, চার্জ গঠনের মাধ্যমে অবশেষে চাঞ্চল্যকর এ হত্যা মামলার বিচারের প্রক্রিয়া এগিয়ে গেলো। মামলাটির সাক্ষী সর্বমোট ১৭১ জন। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নানসহ অনেকেই কিবরিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি।

চার্জগঠনের পর আরিফুল হক চৌধুরীর সুচিকিৎসা নিশ্চিতের জন্য ঢাকায় অথবা দেশের বাইরের কোনো হাসপাতালে প্রেরণের আবেদন করেন তার আইনজীবী মোহাম্মদ লালা। অবশ্য দরখাস্তটি বিবেচনায় রেখে আদালতের বিচারক ৪৮ ঘন্টার মধ্যে আরিফের অসুস্থতার বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। তার চিকিৎসা নিশ্চিত করতেই আদালতের বিচারক সম্মতি দেবেন বলে সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ লালা।

সকালে আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির করা হলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।

গ্রেনেড হামলার এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।

এ মামলায় গত বছরের ২১ ডিসেম্বর ২৫ জনের নাম উল্লেখ করে আদালতে সম্পূরক চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি সিলেট জোনের এএসপি মেহেরুন নেছা পারুল। মামলায় আসামি হওয়ায় এ বছরের ৭ জানুয়ারি সিসিকের মেয়র পদ থেকে আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়।

এরপর ৩০ ডিসেম্বর হবিগঞ্জের আদালতে আত্মসমর্পণ করেন আরিফ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর গত ১১ জুন মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।  
 
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এনইউ/এএসআর

** প্রথম সাক্ষ্যগ্রহণ ২১ সেপ্টেম্বর
** আরিফুল, বাবরসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জ গঠন
** কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের শুনানি শেষ
** সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার চার্জগঠন শুনানি শুরু
** সিলেটের আদালতে ‍অারিফুল, বাবর, গউছ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।