ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস নিয়ে আ’লীগের অ্যালবাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস নিয়ে আ’লীগের অ্যালবাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস নিয়ে একটি ফটো অ্যালবাম প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে দলের ধানমন্ডি কার্যালয়ে ‘বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস বর্বরতার ১০০ দিন’ শীর্ষক অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।



মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল এবং তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এইচ টি ইমাম বলেন, একাত্তর যারা দেশব্যাপী হত্যাযজ্ঞ চালিয়েছিল, তারাই পঁচাত্তর পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর বারবার ঝাঁপিয়ে পড়েছিল। এরাই ২০০১ সালে নির্বাচনের পর আবারও হামলা চালিয়েছিল, বিশেষত সংখ্যালঘুদের ওপর। গোপালগঞ্জ, সাতক্ষীরা, বরিশালের বেশ কয়েকটি এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা করেছিল এরাই।

তিনি বলেন, এই অশুভ শক্তিকে যত দিন সম্পূর্ণরূপে পরাজিত না করা যাবে, তত দিন পর্যন্ত আন্দোলন চলবে।

অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ বলেন, রাজনীতির নামে ২০১৩ সালে বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস চালিয়েছিল, শত শত মানুষ হত্যা করে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। একইভাবে ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে অবরোধের নামে প্রায় একশ’ দিন আগুন সন্ত্রাস চালিয়েছিল।

মানুষ, পশুপাখি, প্রকৃতি কোনো কিছুই এদের হাত থেকে রেহাই পায়নি বলে অভিযোগ করেন হাছান মাহমুদ।

বিএনপি নেতা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমানের একটি মন্তব্যের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, মাহবুবুর রহমান গতকাল বলেছেন, দেশে মানুষ হত্যার মহোৎসব চলছে। তার কথাটি সত্য, এ মহোৎসবে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। তাদের সহযোগী হিসেবে রয়েছে জামায়াত।

বাংলাদেশ: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এইচআর/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।