ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

রসুলপুর ইউপি উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
রসুলপুর ইউপি উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: রাতভর বৃষ্টি। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

এই বৃষ্টি ও বিরূপ আবহাওয়া উপক্ষো করে নোয়াখালী বেগমগঞ্জের রসুলপুর ইউপি উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মৃত্যুবরণ করায় শূন্য পদে উপ-নির্বাচন এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ইউনিয়নের নয়টি ভোট কেন্দ্র ও ২০ হাজার ৫৩২ জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে প্রার্থী সাতজন মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে তিন জন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় চার প্রার্থী ভোট যুদ্ধে রয়েছেন।

এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হোসেন সেলিম (রজনীগন্ধা)ও বিএনপি সমর্থিত নাজমুল করিম খোকা মিয়া (অটোরিকশা), শরীফ উল্যাহ (তালগাছ) ও নূর নবী (ফ্রিজ) নিয়ে ভোট করছেন।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।