ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
টাঙ্গাইলের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির ড. আসাদুজ্জামান রিপন / ফাইল ফটো

ঢাকা: টাঙ্গাইলে পুলিশের গুলিবর্ষণে চার জন নিহত হওয়ার ঘটনায় স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে বিএনপি।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।



টাঙ্গাইলে পুলিশের গুলিতে চারজনের প্রাণহানির নিন্দা জানিয়ে রিপন বলেন, টাঙ্গাইলের ঘটনায় স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। ‍টাঙ্গাইলে পুলিশ প্রবিধান মেনে গুলি বর্ষণ করেনি বলেও অভিযোগ করেন রিপন।

এছাড়া গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার জন্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সমালোচনা করেন আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, হাসানুল হক ইনু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর থেকেই গণমাধ্যমের কণ্ঠ আরও বেশি করে রোধ করা হচ্ছে।

এছাড়া অাইসিটি অ্যাক্টকে গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী উল্লেখ করে এর বিতর্কিত ধারা বাতিলের দাবি জানান তিনি।

রিপন বলেন, সোস্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণের পাশাপাশি আইসিটি আইনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি অপ্রকাশ্য বৈরী নীতি চালিয়ে যাচ্ছে সরকার। এই সরকার গণতান্ত্রিকও নয় সামরিকও নয়। গণমাধ্যমের ওপর তাদের বৈরী নীতি ক্রমেই দৃশ্যমান হয়ে উঠেছে।

সাংবাদিক নঈম নিজামের বিরুদ্ধে মামলা দায়েরের প্রসঙ্গটি উল্লেখ করে রিপন বলেন, বিভিন্ন উপলক্ষ সামনে রেখে সাংবাদিক, সম্পাদকদের বিরুদ্ধে মানহানির মামলা দেয়া হচ্ছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, প্রথম আলো ডেইলি স্টার যদিও কোনো অভিযোগ করেনি তবে একজন পাঠক হিসেবে আমরা দেখি গুরুত্বপূর্ণ বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আর ওই দুই পত্রিকায় প্রকাশ হচ্ছে না। বিজ্ঞাপন বন্ধের মাধ্যমে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করছে।

সোমবার দুপুর সাড়ে বারোটায় শুরু হওয়া প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১,২০১৫
টিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।