ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

রসুলপুর ইউপি উপ-নির্বাচনে এক কেন্দ্রের ভোট স্থগিত, গণনা চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
রসুলপুর ইউপি উপ-নির্বাচনে এক কেন্দ্রের ভোট স্থগিত, গণনা চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: একটানা ভোটগ্রহণ শেষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউপি উপ-নির্বাচনের ভোট গণনা চলছে।

দিনব্যাপী ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন ভোটকেন্দ্রে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, জাল ভোট প্রদান, কেন্দ্র দখলের চেষ্টার মধ্য দিয়ে নির্বাচন শেষ হয়েছে।



সোমবার (২১ সেপ্টেম্বর) ভোটগ্রহণের শেষ পর্যায়ে ইউনিয়নের ২ নম্বর ভোট কেন্দ্র রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিন নম্বর রফিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করলে উপজেলা প্রশাসন ওই দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান,  বিচ্ছিন্ন সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মৃত্যুবরণ করায় তার পদটি শূন্য হয়। এই শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হোসেন সেলিম (রজনীগন্ধা) প্রতীক নিয়ে ও বিএনপি সমর্থিত নাজমুল করিম খোকা মিয়া (অটোরিকশা), শরীফ উল্যাহ (তালগাছ) ও নূর নবী (ফ্রিজ) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫/আপডেট: ১৯০৮ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।