ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

দেশে ফিরেছেন ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
দেশে ফিরেছেন ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: চিকিৎসা শেষে রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।



বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান সোমবার (২১ সেপ্টম্বর) রাত ১০টা ৫৫মিনিটে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে হযরত শাহজাজাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে যান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার ‍দুলু, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, বিএনপি নেতা ইমরান সালেহ প্রিন্স প্রমুখ।

কারামুক্তির পর গত ২৬ জুলাই চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ঘাড়ের চিকিৎসা নেন তিনি।

এরপর আরও উন্নত চিকিৎসা নেওয়ার জন্য গত ৯ আগস্ট নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা নিতে আমেরিকা যান ফখরুল।

টানা ৪০ দিন আমেরিকায় অবস্থান শেষে শনিবার সেখান থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা দেন ফখরুল। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুর পৌঁছান তিনি। একদিন যাত্রা বিরতির পর সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ফের সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এজেড/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।