ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগ-বিএনপি গাঁটছড়ায় সিলেটে ১০ অবৈধ হাট

নাসির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আ’লীগ-বিএনপি গাঁটছড়ায় সিলেটে ১০ অবৈধ হাট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: জাতীয় রাজনীতিতে বিভাজন স্পষ্ট হলেও পশুর হাটে একাট্টা আওয়ামী লীগ-বিএনপি। দেশের প্রধান এই দুই রাজনৈতিক প্রতিপক্ষের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা গাঁটছড়া বেঁধে অন্তত ১০টি পশুর হাট বসিয়েছে সিলেট মহানগরে।

 

সিটি করপোরেশনের অনুমতির তোয়াক্কা না করে বসানো এসব হাটের কারণে বিপাকে পড়েছেন বৈধ হাটের সাচ্চা ইজারাদাররা। এসব অবৈধ হাটের কারণেই জমে ওঠেনি নগরীর ঐতিহ্যবাহী কাজিরবাজারসহ বৈধ পশুরহাটগুলো।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে সরেজমিনে দেখা যায়, বৈধ পশুর হাটে গত বছরের তুলনায় কোরবানির পশুর সংখ্যা অনেক কম।  

বৈধ হাটের ইজারাদারদের অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পাইকারদের জিম্মি করে রাস্তায় পশুবাহী ট্রাক আটকে অবৈধ হাটে গরু নামিয়ে নিচ্ছেন। ক্ষমতাসীন দলের সঙ্গে বসে নেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। তারাও এসব অবৈধহাটে ক্ষমতাসীনদের সঙ্গে সম্পৃক্ত হয়ে দাপট খাটাচ্ছেন।

বৈধ  ইজারাদারদের অভিযোগ, অবৈধ হাটের নেপথ্যে সহায়তা আছে পুলিশেরও।  

কাজিরবাজার গরুর হাটের ব্যবস্থাপক লুলন মাহমুদ বাংলানিউজকে বলেন, পথে পথে ট্রাক আটকে চাঁদাবাজি হচ্ছে। জোর করে ট্রাক থেকে অবৈধ হাটে গরু নামিয়ে ফেলা হচ্ছে। যে কারণে ইচ্ছে থাকা স্বত্ত্বেও সিটি করপোরেশনের বৈধ পশুরহাট কাজিরবাজারে গরু নিয়ে আসতে পারছেন না ব্যবসায়ীরা।

এছাড়া সোমবার রাত সাড়ে ১১টার দিকে কাজিরবাজারের সামনে থেকে ছাত্রলীগের একটি গ্রুপ ট্রাকসহ গরু নিয়ে যায়। এক্ষেত্রে পুলিশ দাঁড়িয়ে থেকে তাদের সহায়তা করেছে বলে অভিযোগ করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট সিটি করপোরেশন থেকে নগরীর ঐতিহ্যবাহী কাজিরবাজার , সদর উপজেলা থেকে বিমানবন্দর সড়ক সংলগ্ন লাক্কাতুরা, শাহপরান মাজার গেট, এভারগ্রিন মাঠ ও মিরাপাড়া পশুর হাটের বৈধ ইজারা দেওয়া হয়।

এসব হাট ব্যতীত অননুমোদিতভাবে নগরীর ভেতরে ক্রীড়া কমপ্লেক্স সংলগ্ন মাছিমপুর কয়েদির মাঠ, শাহী ঈদগাহ খেলার মাঠ, এমসি কলেজ মাঠ, উপশহর সোনারপাড়া, বাগবাড়ি, গ্যাস অফিস সংলগ্ন মাছিমপুর সড়কে ও বাবনা পয়েন্ট এলাকায় অবৈধ পশুর হাট বসানো হয়েছে। এছাড়াও নগরীর পুলিশ লাইন সংলগ্ন রিকাবিবাজার এলাকায় হাট বসানোর প্রস্তুতি চলছে।     

একাধিক সূত্র জানায়, গত বছরের মতো এবারও সিলেট নগরীতে  আওয়ামী লীগ ও বিএনপিরসহ এর সহযোগী সংগঠনের নেতারা একাত্ম হয়ে এসব অবৈধ পশুর হাট বসিয়েছেন।

এরমধ্যে নগরীর শাহী ঈদগাহ সদর উপজেলা খেলার মাঠে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু,  যুবলীগ নেতা শামীম আহমদ, ছাত্রদল নেতা শাহ সাইদুর রহমান হিরু ও  এমএ মঈন খান বাবলু ওরফে মেলা বাবলুসহ আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা অবৈধ হাট বসিয়েছেন।

নগরীর মাছিমপুর ক্রীড়া কমপ্লেক্সের পাশে শ্রমিকলীগ নেতা আবুল কাহের ইজু, শামীম ইকবাল, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার অবৈধভাবে হাট বসিয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া একই এলাকার কয়েদির মাঠে হাট বসিয়েছেন আনোয়ারুজ্জামানের লোকজন।

নগরীর এমসি কলেজ রোডে আনন্দ সংসদ মাঠে স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল গফফারের নেতৃত্বে বসানো হয়েছে অবৈধ পশুর হাট।

সদর উপজেলার শাহী ঈদগাহ খেলার মাঠে পুলিশের নারী কল্যাণ সংস্থার (পুনাক) মেলার আয়োজক এমএ মঈন খান বাবলু ওরফে মেলা বাবলুও পশুর হাট বসিয়েছেন। তার সঙ্গে রয়েছেন ক্ষমতাসীন দলের ডজনখানেক নেতা।

সিলেট সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, এ বছর নগরীতে কোনো পশুর হাটের অনুমতি দেওয়া হয়নি। এরপরও কেউ হাট বসালে তা অবৈধ হলে বিবেচিত হবে। এসব অবৈধ হাটের উচ্ছেদের দায়িত্ব পুলিশ প্রশাসনের।

ব্যবসায়ীদের অভিযোগ, নগরীর যানজট নিরসনে দিনে নগরীতে পশুবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না পুলিশ। আর রাতের ট্রাক ঢুকলে অবৈধ হাটের মালিকরা জোর করে ট্রাক থামিয়ে ব্যবসায়ীদের গরু নামাতে বাধ্য করছেন।

অনেক ব্যবসায়ী গরু নামাতে অনীহা দেখালে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ করেন পাইকাররা।
 
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রুকন উদ্দিন বাংলানিউজকে বলেন, পশুবাহী ট্রাকে চাঁদাবাজি জিরো টলারেন্সে রয়েছে। তবে অবৈধ পশুরহাট উচ্ছেদের দায়িত্ব পুলিশের না।

তিনি বলেন, সিটি করপোরেশন কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান চালিয়ে এসব অবৈধ হাট উচ্ছেদ করুক। পুলিশের সহায়তা চাইলে আমরা দেবো।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এনইউ/বিএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।