ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

আন্দোলনের জন্য প্রস্তত থাকুন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আন্দোলনের জন্য প্রস্তত থাকুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা আন্দোলনের জন্য প্রস্তত থাকুন। সময়মতো ডাক দেওয়া হবে।



মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছার জবাবে এ কথা বলেন তিনি।

এরআগে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত করে তোলেন।

পরে মির্জা ফখরুল সবার কাছে দোয়া কামনা করেন ও দেশবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানান। সবশেষে মোটর শোভাযাত্রা সহকারে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

কারাভোগ ও বিদেশে চিকিৎসা শেষে দীর্ঘ ৬ মাস পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার উদ্দেশে ঢাকা থেকে সৈয়দপুর আসেন মির্জা ফখরুল।

এদিকে, মির্জা ফখরুল বিমানবন্দরে নামার পর তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে নেতাকর্মীদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।