ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নলছিটিতে বিএনপির শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
নলছিটিতে বিএনপির শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির উদ্দিন শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুছ লস্করের হাতে ফুলের তোরা দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চেয়ারম্যান ইউনুছ লস্কর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু জনার্ধন দাস, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা ফিরোজ, ছাত্রলীগ নেতা মামুন তালুকদার, যুবলীগ নেতা শহিদ গাজী, লুৎফর রহমান শাহীন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক রিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০‌১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।