ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ছাগলনাইয়ায় শিবির নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
ছাগলনাইয়ায় শিবির নেতা গ্রেফতার

ফেনী: ফেনী জেলা শিবিরের সাবেক সভাপতি জাহিদ হোসাইনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ৷ তিনি পাঁচ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়৷

তিনি শুভপুর ইউনিয়নের আনছার আলী হাজি বাড়ির মনির আহমদের ছেলে।



ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন৷

তিনি বাংলানিউজকে জানান, জাহিদের বিরুদ্ধে হরতালে গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে ফেনী সদর থানায় দায়ের করা পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে৷
            
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।