ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘হাসিনা পুরস্কার পান, খালেদা আনেন দুর্নাম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
‘হাসিনা পুরস্কার পান, খালেদা আনেন দুর্নাম’ ছবি: রাজিব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার পেলেও বিএনপি নেত্রী খালেদা জিয়া জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে দুর্নাম বয়ে আনেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।



জাতিসংঘের 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ'  পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

মন্ত্রী বলেন, নিজ মেধা ও আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ ভৃমিকার জন্য শেখ হাসিনা আজ বিশ্বনেতায় পরিণত হয়েছেন। দেশের জন্য বয়ে আনছেন সুনাম। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরেন মন্ত্রী।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে জোটের অন্য নেতারা সমাবেশে বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।