ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ঈদের দিন জিয়ার সমাধিতে বিএনপির দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
ঈদের দিন জিয়ার সমাধিতে বিএনপির দোয়া মাহফিল ফাইল ফটো

ঢাকা: পবিত্র ঈদুল আজহার দিন (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও ফাহেতা পাঠ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিএনপির সহ-সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার দিন বিকেল ৪টায় বিএনপির উদ্যোগে রাজধানীর শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে বিএনপির জেষ্ঠ্য নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে ওই প্রেসবিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।