ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

হাতীবান্ধায় পুলিশি বাধায় ছাত্রদলের সমাবেশ পণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
হাতীবান্ধায় পুলিশি বাধায় ছাত্রদলের সমাবেশ পণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ।

এ সময় সমাবেশস্থল থেকে ছাত্রদলের দুই নেতাকর্মীকে আটক করা হয়।



বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক‍রা হলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিজান (২৮) ও কর্মী রফিকুল ইসলাম (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সভাপতি শরিফুলের মুক্তির দাবিতে বিকেলে যৌথভাবে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ও কলেজ শাখা ছাত্রদল।
 
মিছিলটি হাতীবান্ধা জমে মসজিদ থেকে শুরু হয়ে মেডিকেল মোড় এলাকায় গিয়ে এক সমাবেশে শুরু করে। এ সময় পুলিশ এসে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

একপর্যায়ে পুলিশ ব্যানার ছিনিয়ে নিলে নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে সেখান থেকে সিজান ও রফিকুলকে আটক করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন আটকের সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, বিনা অনুমতিতে রাস্তায় দাঁড়িয়ে সমাবেশ করছিল ছাত্রদল।   আইন-শৃঙ্খলা রক্ষার্থে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

২০১৩ সালের পুলিশের ওপর হামলা ও হরতাল-অবরোধের ভাঙচুরের ঘটনার মামলায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকা থেকে উপজেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসআর

** হাতীবান্ধা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।