ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আ.লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গাড়ুদহ এলাকায় এলজিইডির অর্থায়নে নবনির্মিত শহীদ এম মনসুর আলী সেতুর উদ্বোধন শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



নাসিম বলেন, আওয়ামী লীগ ও নৌকার সঙ্গে থাকলে দেশের উন্নয়ন হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে রাস্তাঘাট, ব্রিজ নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন হয়। বিএনপি ক্ষমতায় থাকলে সন্ত্রাস, লুটপাট আর দুর্নীতির আখড়ায় পরিণত হয় দেশ।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওই সন্ত্রাসীদের সঙ্গে থাকবেন না, ওরা জনগণ থেকে বিচ্ছিন্ন। এখন তারা মাঠেও নেই, সংসদেও নেই। ২০১৯ সালের নির্বাচনে বিএনপি না আসলে, কোথাও তাদের খুঁজে পাওয়া যাবে না।
 
বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ‍অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য, কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম মাহফুজুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী বদরুজ্জোহা প্রমুখ।

এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দুপুরে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে স্বাস্থ্যমন্ত্রী বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্বজীবনী’ বইটি নেতাকর্মীদের মধ্যে বিতরণ করেন।

পরে সন্ধ্যায় তিনি সদর উপজেলার ফুলকোচা ডিগ্রি কলেজ মাঠে ২ শতাধিক পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ইছামতি নদীর ওপর ২’শ মিটার দৈর্ঘ্যের গাড়ুদহ শহীদ এম মনসুর আলী সেতুটি নির্মিতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।