ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কোরবানির ঈদে রাজনীতিকরা বিদেশে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
কোরবানির ঈদে রাজনীতিকরা বিদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি।

পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে গ্রামে ফিরছেন সব শ্রেণী-পেশার মানুষ। বাদ যান না রাজনীতিবিদরাও। বরং বাড়ি ফেরার তাগিদ অন্যদের চেয়ে তাদের একটু বেশিই থাকে!
 
যেসব মানুষের সমর্থন ও ভোটে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠেন রাজনীতিকরা, তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা অবশ্য কর্তব্য বৈকি!

তাই বছরের বেশিরভাগ সময় রাজধানীতে থাকলেও ঈদে গ্রামে ছুটেন রাজনীতিবিদরা।
 
কূটনীতিক, বিশিষ্টজন ও সর্বসাধারণের জন্য দলীয় প্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে থাকতে হয় দলের শীর্ষ নেতাদের। এ কারণে কারও ঈদ রাজধানী ও গ্রাম দুই জায়গাতেই কাটে।
 
গ্রামে ঈদের নামাজ আদায় শেষে অনেকেই ফিরে আসেন ঢাকায়। কেউ বা আবার রাজধানীতে ঈদের নামাজ আদায় ও দলীয় প্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে চলে যান গ্রামে।  
 
তবে এবার আর এই ‘বিরম্বনা’য় পড়তে হচ্ছে না প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপির শীর্ষ নেতাদের। কারণ এবার কোরবানির ঈদ দেশের বাইরে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১ অক্টোবর পর্যন্ত সেখানেই থাকবেন তিনি।

নিউইয়র্কে অবস্থানকালে পরিবেশ বিষয়ক জাতিসংঘের সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ এবং তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) পদক নেবেন প্রধানমন্ত্রী।
 
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিও ঈদ করবেন নিউইয়র্কে।
 
এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগ-বিএনপির কয়েক ডজন শীর্ষ নেতা ঈদ করছেন দেশের বাইরে।
 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) অনুষ্ঠানে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে গেছেন। ফিরবেন ঈদের পরে।

আর ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গেছেন।
 
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, জনপ্রাশাসমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। পরিবারের সঙ্গে সেখানেই ঈদ করবেন তিনি।
 
ঈদের ১০ দিন আগে গত ১৫ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে লন্ডন গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চোখের চিকিৎসা ও ছেলে তারেক রহমানের সঙ্গে ঈদ উদযাপন শেষে দেশে ফিরবেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে লন্ডন প্রবাসী বিএনপি নেতাদের জন্য ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া।
 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল লন্ডনে গেছেন খালেদা জিয়ার সঙ্গে। সেখানেই কাটবে তাদের ঈদ।
 
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, আবদুল আউয়াল মিন্টু, অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহছানুল হক মিলন যুক্তরাষ্ট্র থেকে লন্ডন পৌঁছেছেন। তারাও খালেদা জিয়ার সঙ্গে  ঈদ করবেন।
 
তবে আওয়ামী লীগ-বিএনপির অনেক শীর্ষ নেতাই ঈদ করবেন দেশে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডনে ঈদ করলেও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দেশে উদযাপন করছেন ঈদ।
 
গত সোমবার (২১ সেপ্টেম্বর) লন্ডন থেকে ফিরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে গ্রামেই নেতা-বর্মী ও স্বজনদের সঙ্গে কাটবে তার ঈদ।
 
আওয়ামী লীগ-বিএনপির বাকি নেতাদের বেশিরভাগই ঈদ করবেন নিজ নিজ নির্বাচনী এলাকায়। অনেকেই আবার ঢাকাতেই থাকবেন।

ঈদের দিন বিকেলে রাজধানীর শেরে বাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া মাহফিল ও কবর জিয়ারতের কর্মসূচি রয়েছে বিএনপির।
 
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টম্বর ২৪, ২০১৫
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।