ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মিনায় পদদলিত হয়ে মৃতের ঘটনায় খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
মিনায় পদদলিত হয়ে মৃতের ঘটনায় খালেদার শোক

ঢাকা: সৌদি আরবের মিনায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ শোক জানান।



শোক বাণীতে খালেদা জিয়া নিহতদের রূহের মাগফিরাত কামনা করেছেন। এছাড়া আহতদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর রহমত কামনা করেন।

বৃহস্পতিবার মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর নিক্ষেপের সময় এ দুর্ঘটনা ঘটে বলে সৌদি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বাড়ছে (বর্তমানে ৪৫৩ জন)।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।