ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নীলফামারীতে নিজ এলাকায় ঈদ উদযাপনে তিন এমপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
নীলফামারীতে নিজ এলাকায় ঈদ উদযাপনে তিন এমপি

নীলফামারী: নীলফামারীর চার সংসদ সদস্যের (এমপি) মধ্যে তিনজন এবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন নিজ এলাকায়। ঈদের নামাজ আদায় ছাড়াও স্থানীয় মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারা।


 
বিশেষ করে মন্ত্রী হওয়ার পর এ নিয়ে দ্বিতীয় বারের মতো এলাকায় ঈদ উদযাপন করছেন নীলফামারী-০২ (সদর) আসনের এমপি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান ন‍ূর।
 
জানা যায়, নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর নামাজ আদায় করবেন নীলফামারীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

এছাড়া নীলফামারী-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা নামাজ আদায় করবেন জলঢাকা শহরের ডাকবাংলো ঈদগাহ মাঠে এবং নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ শওকত চৌধুরী ঈদের নামাজ আদায় করবেন সৈয়দপুর শহরের মুন্সীপাড়া জোড়াপুকুর ঈদগাহ ময়দানে।
 
নামাজ আদায়ের পর কোরবানি শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এমপিরা।
 
এদিকে রাষ্ট্রীয় সফরে জাপানে অবস্থান করায় নিজ এলাকায় ঈদ উদযাপন করতে পারছেন না নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এমপি আফতাব উদ্দিনের ব্যক্তিগত সহকারী সাইয়েন কাদির সরকার (কানন) বাংলানিউজকে জানান, বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় ১৫ দিনের সফরে জাপান রয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।