ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতিকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতিকে পিটিয়ে হত্যা আবদুর রাজ্জাক

ভোলা: ভোলার চরফ্যাশনে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাকে (৩৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় ঘটে।

নিহত রাজ্জাক উপজেলার জিন্নাগড় গ্রামের মো. হোসেনের ছেলে।

তার ভাই আলামিন বাংলানিউজকে জানান, রাতে খাবার খেয়ে রাজ্জাকসহ তার বন্ধুরা হাজারীগঞ্জ ইউনিয়নের বাঁধে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল যুবক রাজ্জাকের ওপর হঠাৎ করে হামলা চালায়। তারা পিটিয়ে আহত করে রাজ্জাককে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

তিনি জানান, তবে সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ভোলা সদর হাসপাতালে পাঠান। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে এ বিষয়ে বেশি কিছু জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।