ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘অস্ট্রেলিয়ার জানা তথ্য সঠিক নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
‘অস্ট্রেলিয়ার জানা তথ্য সঠিক নয়’ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে না আসার বিষয়টিকে দুঃখজনক বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি শান্তিপূর্ণ।

এখানে জঙ্গিবাদের স্থান নেই, কোথাও রাজনৈতিক অস্থিরতা নেই। অস্ট্রেলিয়ার জানা তথ্য সঠিক নয়।

ঈদ পরবর্তী প্রথম কর্মদিবস রোববার মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

এ সময় বাংলাদেশের মতো শান্তিপূর্ণ দেশ দক্ষিণ এশিয়ায় ‍আর ক’টি আছে বলেও প্রশ্ন তোলেন মন্ত্রী।

সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে ঈদ করেছে। দ্রব্যমূল্য নাগালে ছিল। পিঁয়াজের দাম কিছুটা বেশি ছিল।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।