ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় প্রধানমন্ত্রীর ৬৯তম জন্মদিন উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
খুলনায় প্রধানমন্ত্রীর ৬৯তম জন্মদিন উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উদযাপিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় নগরীর দলীয় কার্যালয়ে খুলনা সদর থানা আ’লীগের উদ্যোগে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।

এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর থানা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ।

এতে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা চিশতী সোহরাব হোসেন, শহীদুল হক মিন্টু, শ্যামল সিংহ রায়, মাহবুব আলম সোহাগ, ফকির সাইফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।