ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ হবে’ ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্ধারিত দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের এদেশে আসা নিয়ে নাটকীয়তাকে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
 
এ খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষ ব্যকুল হয়ে আছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, আমরা বিশ্বাস করি, এ সাময়িক পরিস্থিতি কাটিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ হবে।

আমাদের এ দেশ অত্যন্ত শান্তিপ্রিয়, গণতান্ত্রিক। আমাদের নিরাপত্তা রক্ষা বাহিনী নিরাপত্তা দিতে সব দিক থেকেই সক্ষম। তাই সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমির মহড়াকক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি এবং ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার প্রাপ্তির কথা উল্লেখ করে সুরঞ্জিত বলেন,  ঠিক এ সময় এ ধরনের নাটকীয়তা আমাদের হতভম্ব করেছে।

তিনি বলেন, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে এসে খেলে গেছে। কোথাও কোনো অঘটন ঘটেনি। আমরা বারবার প্রমাণ করেছি, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সকল ধরনের সহিংসতা প্রতিরোধ করতে সক্ষম।
 
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে আশা নিয়ে লন্ডনে গিয়েছেন সে আশা পূরণ হয়নি মন্তব্য করে সুরঞ্জিত বলেন, তিনি ভেবেছিলেন, কারও সঙ্গে দেখা হবে। কিন্তু অবশেষে মাতা-পুত্রই অবশিষ্ট আছেন এবং তা নিয়েই তাকে ফিরতে হবে।
 
খালেদা জিয়াকে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ, গণতন্ত্র ও  উন্নয়নের পথে ফিরে আসারও আহ্বান জানান সুরঞ্জিত।
 
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা মাকসুদুর রহমান মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব ড. এনামুল হক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, চলচ্চিত্রব্যক্তিত্ব অরুণা বিশ্বাস, অরুণ সরকার রানা, এম এ করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এমএইচপি/এএসআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।