ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা

ঢাকা: কেক কেটে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উদযাপন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সু্প্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা হয়।



বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।

বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- পরিষদের সাধারণ সম্পাদক লায়েকুজ্জামান মোল্লা, সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, আজহারুল্লাহ ভূঁইয়া, আওসাফুর রহমান বুলু প্রমুখ।    

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এ পর্যন্ত তিন মেয়াদে ক্ষমতাসীন হয়েছে।

১৯৯৬ সালে তার নেতৃত্বে দীর্ঘ ২১বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে চার-তৃতীয়াংশ আসনে বিশাল বিজয় অর্জনের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠিত হয়।

গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনে বিজয়ের পর ১২ জানুয়ারি তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮,২০১৫
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।