ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি দিয়েছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি দিয়েছেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। আর জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি।



সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল উন্নয়ন মেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।

শেখ হাসিনার জন্মদিনের কথা উল্লেখ করে তিনি বলেন,  পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন,  সংগ্রাম, ক্ষমতার উন্নয়নে ও দেশ পরিচালনায় সংগ্রামী ও সফল নেত্রী শেখ হাসিনা। তার দূরদর্শী নেতৃত্বে সরকার অনেক বড় বড় উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। অল্পদিনের মধ্যেই দেশের জনগণ এ সাফল্যের অংশীদার হবেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ এখন অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী। আগে একজন মানুষের গড় বার্ষিক আয় ছিল ৪০০ ডলার। ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতা আসার পর তা বর্তমানে ১৩০০ ডলার ছাড়িয়ে গেছে।

তথ্য-প্রযুক্তিতে সফলতার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবার মধ্যে তথ্য-প্রযুক্তির ছোয়া পৌঁছে দিতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্ব ও পরিশ্রমেই আজকের ১৬ কোটি মানুষের দেশে ১২ কোটি মানুষের হাতে হাতে মোবাইল ফোন।

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে একসময় অনেক কিছু হারিয়ে যাবে। তবে অর্জন, সফলতা ও অসাধারণ নেতৃত্বগুণে দু’জন মানুষ কোনোদিন হারাবেন না। যতোদিন বাংলা ও বাংলাদেশ থাকবে ততোদিন বঙ্গবন্ধু ও শেখ হাসিনা থাকবেন।

মাত্র ৪/৫ জন লোকের অপকর্মের জন্য শেখ হাসিনার উন্নয়ন ম্লান হতে দেওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

পরে মন্ত্রী ৫০ কোটি টাকা ব্যয়ে সোনাগাজী-ওলামাবাজার-চরদরবেশ-কোম্পানীগঞ্জ সড়কের ছোট ফেনী নদীর ওপর ৪৭৮ দশমিক ১৭১ মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।