ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
ফেনীতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্ম বার্ষিকী উদযাপন করেছে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন কর‍া হয়।



সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রবউল হক রবিন।

কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, জেলা যুবলীগের সদস্য রামিম হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবেল হাজারী। এছাড়াও কলেজ ছাত্রলীগ নেতা রাজন হাজারী, নোমান হাবিব, জয়, বাঁধন, রুহিন হাজারী, উৎসসহ কলেজের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে দিবসটি উপলক্ষে সন্ধ্যা ৭টায় ফেনী ট্রাংক রোডে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে ফেনী জেলা ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।