ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
বগুড়ায় শেখ হাসিনার জন্মদিন উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: নানা কমসূচির মধ্য দিয়ে বগুড়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ‘বাংলার মুখ’ জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।



অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। সময় প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।

অন্যদের মধ্যে বগুড়ার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
 
এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও বের করা হয়। শহরের সাতমাথা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  

অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ‘বাংলার মুখ’ জেলা শাখার প্রধান উপদেষ্টা এবং শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।