ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নবাবগঞ্জে প্রধানমন্ত্রীর ৬৯তম জন্মদিন উদযাপন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
নবাবগঞ্জে প্রধানমন্ত্রীর ৬৯তম জন্মদিন উদযাপন

দোহার: কেক কেটে ও মিষ্টি বিতরণ করে দোহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উদযাপন করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষ্যে নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ র‌্যালি বের কর‍া হয়।



এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুন। র‌্যালিটি কায়কোবাদ চত্বর হয়ে উপজেলা ফটক ঘুরে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এরপর কলেজ সংসদ সভা কক্ষে জন্মদিনের কেক ক‍াটা হয়।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান অ্যাড. মরিয়ম জালাল শিমু, কলেজের উপাধ্যক্ষ আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা তুহিনুর রহমান তুহিন, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন, সহ-সভাপতি রেজাউল করিম রাজু, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জ্বল, সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুজন বাবু, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার মাহবুব, সহ-সভাপতি আজাদ মাহমুদ, শেখ জান্নাতুল ফেরদৌস, দোহার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল খান, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি, সহ-সভাপতি কামরুজামান সবুজ, হাবিব বেপারী, কলেজ শাখার সভাপতি শোভন সিকদার, সাধারণ সম্পাদক নাহিদুল আলম নাদিম, সহ-সভাপতি তাসদিদ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।