ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনায় শেখ হাসিনার জন্মদিন উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
নেত্রকোনায় শেখ হাসিনার জন্মদিন উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উদযাপন করেছে নেত্রকোনা জেলা ছাত্রলীগ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের ছোটবাজারের দলীয় কার্যালয় থেকে এ উপলক্ষে একটি আনন্দ র‌্যালি বের হয়।

এতে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় অংশ নেন।

র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান ওমি, সাধারণ সম্পাদক দেওয়ান জনি ও সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওনসহ শত শত নেতাকর্মী।

র‌্যালি শেষে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে কেক কাটেন ও প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেন। দোয়া পাঠ করেন জেলা ওলামা লীগের সভাপতি হাফেজ মো. জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।