ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
ময়মনসিংহে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

ময়মনসিংহ: ময়মনসিংহে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে জেলা আওয়ামী লীগ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শহরের অলকা নদী বাংলা শপিং কমপ্লেক্সে এ কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু।

এ উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট জহিরুল হক খোকা। বিশেষ অতিথি ছিলেন ইকরামুল হক টিটু।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, আওয়ামী লীগ নেতা ইউসুফ খান পাঠান, যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমেল, শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।