ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদা জিয়া অবরোধ প্রত্যাহার করেননি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
‘খালেদা জিয়া অবরোধ প্রত্যাহার করেননি’ ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো অবরোধ প্রত্যাহার করেননি বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে আওয়ামী প্রচারলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী বলেন, খালেদা জিয়া আমাদের আন্দোলনের মুখে হত্যাকাণ্ড বন্ধ করে পরাজয় মেনে নিয়ে ঘরে ফিরেছেন।

খালেদা জিয়ার লন্ডন সফর প্রসঙ্গে শাজাহান খান বলেন, লন্ডনে বসে যে ষড়যন্ত্র করছেন তা দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

বিএনপি নেতারা ভয়ে কচ্ছপের মতো মাথা ঢুকিয়ে রেখেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, সন্ত্রাসী ও জঙ্গিবাদের পক্ষে কেউ মাথা বের করলে তা চাপা দেওয়ার অপেক্ষায় রয়েছি।

খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ভুল করেছেন, ক্ষমা চান। আপনার হুকুমে যারা পুড়িয়ে মানুষ মেরেছে তাদের এবং আপনার বিচার এ মাটিতেই হবে।

সংগঠনের সভাপতি শেখ ইকবালের সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মজিবুল হক বাদল, সিনিয়র সহ সভাপতি এজাজ আহমেদ পান্না, যুগ্ম সম্পাদক আবু সায়েম শাহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।