ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বরখাস্ত

দিনাজপুর: নাশকতার মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এসএম শামিম হোসেন চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত  এ সম্পর্কিত চিঠি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়।



এতে বলা হয়, নাশকতার অভিযোগে ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান শামিম চৌধুরীর বিরুদ্ধে একটি  ও ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এসব মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারকাজ শুরু করায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তবে উপজেলা চেয়ারম্যান এসএম শামিম চৌধুরী  জানান, তিনি বরখাস্তের চিঠি পেয়েছেন। এ ব্যাপারে উচ্চ আদালতে যাবেন।

৫ জানুয়ারির নির্বাচনের আগে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নানা ঘটনায় তাদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।