ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

দেশে ফিরলে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
দেশে ফিরলে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ সংবর্ধনা দেবে আওয়ামী লীগ।

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।



মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৩ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার সরকারি বাসভবন গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে ফুল দিয়ে গণসংবর্ধনা দেওয়া হবে। ’

বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আহমদ হোসেন, ড. আব্দুর রাজ্জাক, আফজাল হোসেন, হাবিবুর রহমান সিরাজ, ফরিদুন্নাহার লাইলী, ফজিলাতুন্নেছা ইন্দিরা, ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর সংবর্ধনার প্রস্তুতি উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে এক যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ।

এদিন সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া বুধবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভা করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

দলীয় সূত্র জানায়, ‍গণ সংবর্ধনা উপলক্ষে বৃহস্পতিবার (০১ অক্টোবর) কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, রাজধানীর বিভিন্ন আসনের দলীয় সংসদ সদস্যদের (এমপি) নিয়ে যৌথ সভার আয়োজন করা হয়েছে।

এ সভায় গাজীপুর জেলা, গাজীপুর মহানগর, সাভার ও রূপগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ওইসব এলাকার স্থানীয় এমপিদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।

ওইদিন সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।