ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, দশমিনায় ১৪৪ ধারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, দশমিনায় ১৪৪ ধারা

পটুয়াখালী: বিএনপির বিবদমান দু’টি গ্রুপ পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের দলীয় কার্যালয়ে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ আদেশ জারি করা হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, বুধবার সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে পাল্টাপাল্টি সমাবেশ ডাকে দলটির বিবদমান দু’টি গ্রুপ। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ অবস্থায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম উপজেলা বিএনপি কার্যালয় ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করেন।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।