ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে অস্ত্রসহ গ্রেফতারকৃত ২৬ জনের মধ্যে ৯ জন রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
ফেনীতে অস্ত্রসহ গ্রেফতারকৃত ২৬ জনের মধ্যে ৯ জন রিমান্ডে

ফেনী: ফেনীতে বিপুল সংখ্যক অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক ছাত্রলীগ-যুবলীগের ২৬ কর্মীর মধ্যে নয়জনকে একদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত। বাকি ১৭ জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।



বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী আমলি আদালত-এক এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউল আলম এ নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী গাজী তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অস্ত্রসহ আটক ২৬ জনকে দুপুরে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) । এর পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক এদের মধ্যে নয়জনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকিদের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

উল্লেখ্য, চলতি বছরের ৬ জুন রাতে ফেনীর লালপোল এলাকা থেকে পাঁচটি শটগান, পাঁচটি পিস্তল, ১৬টি রামদাসহ ছাত্রলীগ-যুবলীগের ২৬ নেতাকর্মীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।