ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
ঝিনাইদহে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় রবিউল ইসলাম ওরফে রবি শাখা (২৫) নামে পৌর ছাত্রলীগের সাবেক সহ সভাপতিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাকে ধাওয়া করে কুপিয়ে ফেলে রেখে যায় তারা।



আহত ছাত্রলীগ নেতা রবি ঝিনাইদহ সদর উপজেলার ছোটকামারকুন্ডু গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে এবং ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের দর্শন বিভাগের ছাত্র।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরের দিকে শহরের ব্যাপারীপাড়া এতিমখানার সামনে শাপলা চত্বরে রবিসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৪/৫ জন মুখোশধারী যুবক ধারালো অস্ত্র নিয়ে রবিকে ধাওয়া করেন।

এ সময় রবি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ এসে রবিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক রানা হামিদ জানান, রবি ঝিনাইদহ পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

তারা হামলায় জড়িতদের অবিলম্বে আটক করে শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।